আমরা কুরআন ও সুন্নাহের আলোকে খুতবা এবং পিডিএফ এর ম্যাধ্যমে যেই তথ্য প্রদান করছি তা কেবল মাত্র আপনাদের ইসলামিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে। ইসলাম এর সঠিক তথ্য তুলে ধরার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা । যে সকল সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে তার সত্যতা ও গ্রহণযোগ্যতা ঐ সূত্র বহন করে যদিও আমরা চেষ্টা করেছি সঠিক তথ্য সংগ্রহ করার। এ ব্যাপারে আপনার কোন পরামর্শ থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
কোনো বিশেষ গোষ্ঠী ধর্ম ,বর্ণ কে হেয় করা আমাদের উদ্দেশ্য নয়। তদুপরি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ভুল বুঝার ম্যাধ্যমে এর দ্বারা প্রভাবিত হয়ে যে কোনো ধরণের আইন বহির্ভূত কাজ করলে সে নিজে দায়ী থাকবে । আমরা কোন দ্বায়ভার গ্রহণ করব না ।
মহান সত্ত্বা আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করে ,আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন (আমিন) ।