লোড করা হচ্ছে ...

খুতবার বিষয়: জান্নাতিদের গুনাবলী তাদের বৈশিষ্ট্য

জান্নাতিদের গুনাবলী তাদের বৈশিষ্ট্য


কুরআনের দলিল
৮ : ২ যারা ঈমানদার, তারা এমন যে, যখন আল্লাহর নাম নেয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর। আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম, তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ার দেগারের প্রতি ভরসা পোষণ করে।
১০১ : ১ করাঘাতকারী,
১০১ : ২ করাঘাতকারী কি?
১০১ : ৩ করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?

১০১ : ৪ যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত
১০১ : ৫ এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।
১০১ : ৬ অতএব যার পাল্লা ভারী হবে,
১০১ : ৭ সে সুখীজীবন যাপন করবে।

১০১ : ৮ আর যার পাল্লা হালকা হবে,
১০১ : ৯ তার ঠিকানা হবে হাবিয়া।
১০১ : ১০ আপনি জানেন তা কি?
১০১ : ১১ প্রজ্জ্বলিত অগ্নি!
৯ : ১১২ তারা তওবাকারী, এবাদতকারী, শোকরগোযার, (দুনিয়ার সাথে) সম্পর্কচ্ছেদকারী, রুকু ও সিজদা আদায়কারী, সৎকাজের আদেশ দানকারী ও মন্দ কাজ থেকে নিবৃতকারী এবং আল্লাহর দেওয়া সীমাসমূহের হেফাযতকারী। বস্তুতঃ সুসংবাদ দাও ঈমানদারদেরকে।
১৭ : ১৬ যখন আমি কোন জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন তার অবস্থাপন্ন লোকদেরকে উদ্ধুদ্ধ করি অতঃপর তারা পাপাচারে মেতে উঠে। তখন সে জনগোষ্টীর উপর আদেশ অবধারিত হয়ে যায়। অতঃপর আমি তাকে উঠিয়ে আছাড় দেই।