লোড করা হচ্ছে ...

খুতবার বিষয়: আল্লাহর প্রতি নির্ভরতা ও আস্থা কেমন হবে এবং এর প্রয়োজনীয়তা

আল্লাহর প্রতি নির্ভরতা ও আস্থা কেমন হবে এবং এর প্রয়োজনীয়তা


কুরআনের দলিল
১২ : ১১০ এমনকি যখন পয়গম্বরগণ নৈরাশ্যে পতিত হয়ে যেতেন, এমনকি এরূপ ধারণা করতে শুরু করতেন যে, তাদের অনুমান বুঝি মিথ্যায় পরিণত হওয়ার উপক্রম হয়েছিল, তখন তাদের কাছে আমার সাহায্য পৌছে। অতঃপর আমি যাদের চেয়েছি তারা উদ্ধার পেয়েছে। আমার শাস্তি অপরাধী সম্প্রদায় থেকে প্রতিহত হয় না।
৯৪ : ৫ নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
৯৪ : ৬ নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

৮ : ১৭ সুতরাং তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর তুমি মাটির মুষ্ঠি নিক্ষেপ করনি, যখন তা নিক্ষেপ করেছিলে, বরং তা নিক্ষেপ করেছিলেন আল্লাহ স্বয়ং যেন ঈমানদারদের প্রতি এহসান করতে পারেন যথার্থভাবে। নিঃসন্দেহে আল্লাহ শ্রবণকারী; পরিজ্ঞাত।
২৬ : ৬০ অতঃপর সুর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদ্ধাবন করল।
২৬ : ৬১ যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, আমরা যে ধরা পড়ে গেলাম।
২৬ : ৬২ মূসা বলল, কখনই নয়, আমার সাথে আছেন আমার পালনকর্তা। তিনি আমাকে পথ বলে দেবেন।
২৬ : ৬৩ অতঃপর আমি মূসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমূদ্রকে আঘাত কর। ফলে, তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বতসদৃশ হয়ে গেল।
২৬ : ৬৪ আমি সেথায় অপর দলকে পৌঁছিয়ে দিলাম।
২৬ : ৬৫ এবং মূসা ও তাঁর সংগীদের সবাইকে বাঁচিয়ে দিলাম।

২২ : ৩৮ আল্লাহ মুমিনদের থেকে শত্রুদেরকে হটিয়ে দেবেন। আল্লাহ কোন বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না।