৪৭৮৭। ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ একব্যক্তি পথ চলাকালে একটি কাঁটাযুক্ত গাছের ডাল রাস্তায় পেয়ে তা সরিয়ে দিল, তখন আল্লাহ তা’আলা তার প্রতিদানে তাকে মার্জনা করে দিলেন। তিনি আরও বললেনঃ শহীদ পাঁচ প্রকারঃ
১. প্লেগগ্রস্থ
২. উদরাময়গ্রস্থ
৩. ডুবন্ত (ডুবে মৃত)
৪. কোন কিছু চাপা পড়ে মৃতব্যক্তি এবং
৫। আল্লাহর রাহে (প্রাণদানকারী) শহীদ।