লোড করা হচ্ছে ...

খুতবার বিষয়: কীভাবে একজন মুসলিম আল্লাহ তা'আলার রাস্তায় জিহাদ করবে?

কীভাবে একজন মুসলিম আল্লাহ তা'আলার রাস্তায় জিহাদ করবে?


কুরআনের দলিল
৫ : ৩৫ হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর, তাঁর নৈকট্য অন্বেষন কর এবং তাঁর পথে জেহাদ কর যাতে তোমরা সফলকাম হও।
৪৯ : ১৫ তারাই মুমিন, যারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং আল্লাহর পথে প্রাণ ও ধন-সম্পদ দ্বারা জেহাদ করে। তারাই সত্যনিষ্ঠ।
৯১ : ১ শপথ সূর্যের ও তার কিরণের,
৯১ : ২ শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে,
৯১ : ৩ শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে,
৯১ : ৪ শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে,
৯১ : ৫ শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর।
৯১ : ৬ শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর,
৯১ : ৭ শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর,
৯১ : ৮ অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন,
৯১ : ৯ যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।
৯১ : ১০ এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।

১২ : ৫৩ আমি নিজেকে নির্দোষ বলি না। নিশ্চয় মানুষের মন মন্দ কর্মপ্রবণ কিন্তু সে নয়-আমার পালনকর্তা যার প্রতি অনুগ্রহ করেন। নিশ্চয় আমার পালনকর্তা ক্ষমাশীল, দয়ালু।
৭৫ : ১ আমি শপথ করি কেয়ামত দিবসের,
৭৫ : ২ আরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়-

২ : ১৫৯ নিশ্চয় যারা গোপন করে, আমি যেসব বিস্তারিত তথ্য এবং হেদায়েতের কথা নাযিল করেছি মানুষের জন্য কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করার পরও; সে সমস্ত লোকের প্রতিই আল্লাহর অভিসম্পাত এবং অন্যান্য অভিসম্পাতকারীগণের ও।
২ : ১৬০ তবে যারা তওবা করে এবং বর্ণিত তথ্যাদির সংশোধন করে মানুষের কাছে তা বর্ণনা করে দেয়, সে সমস্ত লোকের তওবা আমি কবুল করি এবং আমি তওবা কবুলকারী পরম দয়ালু।

১০৩ : ১ কসম যুগের (সময়ের),
১০৩ : ২ নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;
১০৩ : ৩ কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।

৭৯ : ৪০ পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে,
৭৯ : ৪১ তার ঠিকানা হবে জান্নাত।

৪ : ১১৭ তারা আল্লাহকে পরিত্যাগ করে শুধু নারীর আরাধনা করে এবং শুধু অবাধ্য শয়তানের পূজা করে।
৪ : ১১৮ যার প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন। শয়তান বললঃ আমি অবশ্যই তোমার বান্দাদের মধ্য থেকে নির্দিষ্ট অংশ গ্রহণ করব।
৪ : ১১৯ তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে আশ্বাস দেব; তাদেরকে পশুদের কর্ণ ছেদন করতে বলব এবং তাদেরকে আল্লাহর সৃষ্ট আকৃতি পরিবর্তন করতে আদেশ দেব। যে কেউ আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে, সে প্রকাশ্য ক্ষতিতে পতিত হয়।

২ : ১৬৮ হে মানব মন্ডলী, পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু-সামগ্রী ভক্ষন কর। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু।
২ : ২০৮ হে ঈমানদার গন! তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাংক অনুসরণ কর না। নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য শত্রু।