লোড করা হচ্ছে ...

খুতবার বিষয়: অন্তরের রোগ ও তার শিফা (পর্ব-২)

অন্তরের রোগ ও তার শিফা (পর্ব-২)


কুরআনের দলিল
২৬ : ৮৮ যে দিবসে ধন-সম্পদ ও সন্তান সন্ততি কোন উপকারে আসবে না;
২৬ : ৮৯ কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে।

৬২ : ২ তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত।
১১২ : ১ বলুন, তিনি আল্লাহ, এক,
৩০ : ৩৯ মানুষের ধন-সম্পদে তোমাদের ধন-সম্পদ বৃদ্ধি পাবে, এই আশায় তোমরা সুদে যা কিছু দাও, আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না। পক্ষান্তরে, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র অন্তরে যারা দিয়ে থাকে, অতএব, তারাই দ্বিগুণ লাভ করে।
২ : ১১০ তোমরা নামায প্রতিষ্ঠা কর এবং যাকাত দাও। তোমরা নিজের জন্যে পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে, তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু কর, নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষ করেন।
৩৩ : ৪৬ এবং আল্লাহর আদেশক্রমে তাঁর দিকে আহবায়করূপে এবং উজ্জ্বল প্রদীপরূপে।
৭৪ : ১ হে চাদরাবৃত!
৭৪ : ২ উঠুন, সতর্ক করুন,
৭৪ : ৩ আপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষনা করুন,
৭৪ : ৪ আপন পোশাক পবিত্র করুন