লোড করা হচ্ছে ...

খুতবার বিষয়: যারা আল্লাহর কাছে অগ্রগামী

যারা আল্লাহর কাছে অগ্রগামী


কুরআনের দলিল
৯ : ৩৬ নিশ্চয় আল্লাহর বিধান ও গননায় মাস বারটি, আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তন্মধ্যে চারটি সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান; সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না। আর মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ কর সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। আর মনে রেখো, আল্লাহ মুত্তাকীনদের সাথে রয়েছেন।
৫৬ : ১০ অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই।
৫৬ : ১১ তারাই নৈকট্যশীল,
৫৬ : ১২ অবদানের উদ্যানসমূহে,
৫৬ : ১৩ তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে।

৬২ : ৯ মুমিনগণ, জুমআর দিনে যখন নামাযের আযান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ।