লোড করা হচ্ছে ...

খুতবার বিষয়: দাবি করলেই মু'মিন হ‌ওয়া যায়না

দাবি করলেই মু'মিন হ‌ওয়া যায়না


কুরআনের দলিল
২৯ : ১ আলিফ-লাম-মীম।
২৯ : ২ মানুষ কি মনে করে যে, তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে, আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না?

২৯ : ৩ আমি তাদেরকেও পরীক্ষা করেছি, যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন মিথ্যুকদেরকে।
১০০ : ৯ সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে
১০০ : ১০ এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে?

৯৯ : ৭ অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে
৯৯ : ৮ এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।

৩১ : ১৬ হে বৎস, কোন বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয় অতঃপর তা যদি থাকে প্রস্তর গর্ভে অথবা আকাশে অথবা ভূ-গর্ভে, তবে আল্লাহ তাও উপস্থিত করবেন। নিশ্চয় আল্লাহ গোপন ভেদ জানেন, সবকিছুর খবর রাখেন।
১০০ : ৯ সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে
১০০ : ১০ এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে?

১৯ : ৯৩ নভোমন্ডল ও ভূ-মন্ডলে কেউ নেই যে, দয়াময় আল্লাহর কাছে দাস হয়ে উপস্থিত হবে না।
১৯ : ৯৪ তাঁর কাছে তাদের পরিসংখ্যান রয়েছে এবং তিনি তাদেরকে গণনা করে রেখেছেন।
১৯ : ৯৫ কেয়ামতের দিন তাদের সবাই তাঁর কাছে একাকী অবস্থায় আসবে।

৬ : ৫৯ তাঁর কাছেই অদৃশ্য জগতের চাবি রয়েছে। এ গুলো তিনি ব্যতীত কেউ জানে না। স্থলে ও জলে যা আছে, তিনিই জানেন। কোন পাতা ঝরে না; কিন্তু তিনি তা জানেন। কোন শস্য কণা মৃত্তিকার অন্ধকার অংশে পতিত হয় না এবং কোন আর্দ্র ও শুস্ক দ্রব্য পতিত হয় না; কিন্তু তা সব প্রকাশ্য গ্রন্থে রয়েছে।
১০৯ : ১ বলুন, হে কাফেরকূল,
১০৯ : ২ আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।

১৯ : ৪৪ হে আমার পিতা, শয়তানের এবাদত করো না। নিশ্চয় শয়তান দয়াময়ের অবাধ্য।
৩৬ : ৬০ হে বনী-আদম! আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে, শয়তানের এবাদত করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু?
৩৬ : ৬১ এবং আমার এবাদত কর। এটাই সরল পথ।

২ : ২৫৬ দ্বীনের ব্যাপারে কোন জবরদস্তি বা বাধ্য-বাধকতা নেই। নিঃসন্দেহে হেদায়াত গোমরাহী থেকে পৃথক হয়ে গেছে। এখন যারা গোমরাহকারী ‘তাগুত’দেরকে মানবে না এবং আল্লাহতে বিশ্বাস স্থাপন করবে, সে ধারণ করে নিয়েছে সুদৃঢ় হাতল যা ভাংবার নয়। আর আল্লাহ সবই শুনেন এবং জানেন।