আপনার এলাকার বা নিকটস্থ মসজিদের জুমার খুতবার শিডিউল পাঠাতে যোগাযোগ করুন
১০৭১। আবূল ইয়ামন (রহঃ) ... আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) বলেন, একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ! রাতের সালাত (নামায/নামাজ)-এর (আদায়ের) পদ্ধতি কি? তিনি বললেনঃ দু’ রাকা’আত করে। আর ফজর হয়ে যাওয়ার আশংকা করলে এক রাকা’আত মিলিয়ে বিতর আদায় করে নিবে।
রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম