লোড করা হচ্ছে ...

খুতবার বিষয়: আমাদেরকে কেন মৃত্যুর মুহূর্ত নিয়ে ভাবতে হবে

আমাদেরকে কেন মৃত্যুর মুহূর্ত নিয়ে ভাবতে হবে


কুরআনের দলিল
৭৫ : ২৬ কখনও না, যখন প্রাণ কন্ঠাগত হবে।
৭৫ : ২৭ এবং বলা হবে, কে ঝাড়বে
৭৫ : ২৮ এবং সে মনে করবে যে, বিদায়ের ক্ষণ এসে গেছে।
৭৫ : ২৯ এবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে।
৭৫ : ৩০ সেদিন, আপনার পালনকর্তার নিকট সবকিছু নীত হবে।

২৫ : ২১ যারা আমার সাক্ষাৎ আশা করে না, তারা বলে, আমাদের কাছে ফেরেশতা অবতীর্ণ করা হল না কেন? অথবা আমরা আমাদের পালনকর্তাকে দেখি না কেন? তারা নিজেদের অন্তরে অহংকার পোষণ করে এবং গুরুতর অবাধ্যতায় মেতে উঠেছে।
২৫ : ২২ যেদিন তারা ফেরেশতাদেরকে দেখবে, সেদিন অপরাধীদের জন্যে কোন সুসংবাদ থাকবে না এবং তারা বলবে, কোন বাধা যদি তা আটকে রাখত।

৬৮ : ৩৫ আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব?
৬৮ : ৩৬ তোমাদের কি হল ? তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ?

৩৮ : ২৮ আমি কি বিশ্বাসী ও সৎকর্মীদেরকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী কাফেরদের সমতুল্য করে দেব? না খোদাভীরুদেরকে পাপাচারীদের সম্মান করে দেব।
৪৫ : ২১ যারা দুস্কর্ম উপার্জন করেছে তারা কি মনে করে যে, আমি তাদেরকে সে লোকদের মত করে দেব, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং তাদের জীবন ও মুত্যু কি সমান হবে? তাদের দাবী কত মন্দ।
৪৭ : ২৭ ফেরেশতা যখন তাদের মুখমন্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে, তখন তাদের অবস্থা কেমন হবে?
৪৭ : ২৮ এটা এজন্যে যে, তারা সেই বিষয়ের অনুসরণ করে, যা আল্লাহর অসন্তোষ সৃষ্টি করে এবং আল্লাহর সন্তুষ্টিকে অপছন্দ করে। ফলে তিনি তাদের কর্মসমূহ ব্যর্থ করে দেন।