লোড করা হচ্ছে ...

খুতবার বিষয়: শয়তান থেকে আত্নরক্ষা

শয়তান থেকে আত্নরক্ষা


কুরআনের দলিল
৬২ : ৯ মুমিনগণ, জুমআর দিনে যখন নামাযের আযান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ।
১০ : ৬২ মনে রেখো যারা আল্লাহর বন্ধু, তাদের না কোন ভয় ভীতি আছে, না তারা চিন্তান্বিত হবে।
১০ : ৬৩ যারা ঈমান এনেছে এবং ভয় করতে রয়েছে।

৫ : ১১৬ যখন আল্লাহ বললেনঃ হে ঈসা ইবনে মরিয়ম! তুমি কি লোকদেরকে বলে দিয়েছিলে যে, আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত কর? ঈসা বলবেন; আপনি পবিত্র! আমার জন্যে শোভা পায় না যে, আমি এমন কথা বলি, যা বলার কোন অধিকার আমার নেই। যদি আমি বলে থাকি, তবে আপনি অবশ্যই পরিজ্ঞাত; আপনি তো আমার মনের কথা ও জানেন এবং আমি জানি না যা আপনার মনে আছে। নিশ্চয় আপনিই অদৃশ্য বিষয়ে জ্ঞাত।
১১৪ : ১ বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,
১১৩ : ১ বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,
১১৩ : ২ তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,
১১৩ : ৩ অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,
১১৩ : ৪ গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে

১১৩ : ৫ এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।
১১৪ : ১ বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,
১১৪ : ২ মানুষের অধিপতির,
১ : ২ যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
১ : ৩ যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
১ : ৪ যিনি বিচার দিনের মালিক।

১১৪ : ৩ মানুষের মা’বুদের
১১৪ : ৪ তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,
১১৪ : ৫ যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
১১৪ : ৬ জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।
১৪ : ২২ যখন সব কাজের ফায়সলা হয়ে যাবে, তখন শয়তান বলবেঃ নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সাথে ওয়াদা করেছি, অতঃপর তা ভঙ্গ করেছি। তোমাদের উপর তো আমার কোন ক্ষমতা ছিল না, কিন্তু এতটুকু যে, আমি তোমাদেরকে ডেকেছি, অতঃপর তোমরা আমার কথা মেনে নিয়েছ। অতএব তোমরা আমাকে ভৎর্সনা করো না এবং নিজেদেরকেই ভৎর্সনা কর। আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই। এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী নও। ইতোপূর্বে তোমরা আমাকে যে আল্লাহর শরীক করেছিলে, আমি তা অস্বীকার করি। নিশ্চয় যারা জালেম তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
১৬ : ৫৮ যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয়, তখন তারা মুখ কাল হয়ে যায় এবং অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে।