লোড করা হচ্ছে ...

খুতবার বিষয়: দুনিয়ার নিয়ামতে ৩টি দোষ

দুনিয়ার নিয়ামতে ৩টি দোষ


কুরআনের দলিল
৪ : ১৩৬ হে ঈমানদারগণ, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন কর এবং বিশ্বাস স্থাপন কর তাঁর রসূলও তাঁর কিতাবের উপর, যা তিনি নাযিল করেছেন স্বীয় রসূলের উপর এবং সেসমস্ত কিতাবের উপর, যেগুলো নাযিল করা হয়েছিল ইতিপূর্বে। যে আল্লাহর উপর, তাঁর ফেরেশতাদের উপর, তাঁর কিতাব সমূহের উপর এবং রসূলগণের উপর ও কিয়ামতদিনের উপর বিশ্বাস করবে না, সে পথভ্রষ্ট হয়ে বহু দূরে গিয়ে পড়বে।
১০২ : ৫ কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।
১০২ : ৬ তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,
১০২ : ৭ অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,
৬৯ : ৫০ নিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ।
১৯ : ৩৯ আপনি তাদেরকে পরিতাপের দিবস সম্পর্কে হুশিয়ার করে দিন যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে। এখন তারা অনবধানতায় আছে এবং তারা বিশ্বাস স্থাপন করছে না।
৬৯ : ৫১ নিশ্চয় এটা নিশ্চিত সত্য।
৫৬ : ৯২ আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয়,
৫৬ : ৯৩ তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা।
৫৬ : ৯৪ এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে।

১ : ৩ যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
২ : ৪ এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে। আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে।
৩০ : ৬ আল্লাহর প্রতিশ্রুতি হয়ে গেছে। আল্লাহ তার প্রতিশ্রুতি খেলাফ করবেন না। কিন্তু অধিকাংশ লোক জানে না।
৩০ : ৭ তারা পার্থিব জীবনের বাহ্যিক দিক জানে এবং তারা পরকালের খবর রাখে না।
৩২ : ১৭ কেউ জানে না তার জন্যে কৃতকর্মের কি কি নয়ন-প্রীতিকর প্রতিদান লুক্কায়িত আছে।
৯ : ৩৮ হে ঈমানদারগণ, তোমাদের কি হল, যখন আল্লাহর পথে বের হবার জন্যে তোমাদের বলা হয়, তখন মাটি জড়িয়ে ধর, তোমরা কি আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে পরিতুষ্ট হয়ে গেলে? অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ অতি অল্প।